আবিষ্কারের সুফল পৌঁছাতে হবে গ্রামেও: মৎস্য উপদেষ্টা

ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২৩:০০ | আপডেট: ০৭ মে ২০২৫ | ২৩:০১
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আবিষ্কার যত বেশি পরস্পর আদান-প্রদান করা যাবে, তত বেশি সফল হবে। এর সুফল পেতে হলে গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বুধবার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণিসম্পদের প্রতি সচেতন করা গেলে দেশ আরও এগিয়ে যাবে। দেশের উন্নয়নের জন্য ইনোভেটিভ আইডিয়া মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে। দপ্তর সংস্থাকে আগামীতে আরও বেশি ইনোভেটিভ আইডিয়া (উদ্ভাবনী চিন্তা) দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
ফরিদা আখতার বলেন, পান্তা ভাতকে পচন থেকে সহজে রোধ করার জন্য পানি দিয়ে ভাত সংরক্ষণ করার ধারণা প্রথম নারীদের মাথা থেকেই আসে। এ ছাড়া লেবু পাতার মাধ্যমে পচা মাছকেও যে খাওয়ার উপযোগী করা যায়, সেই ধারণাও প্রথম নারীদের মাথা থেকেই আসে। তাই উদ্ভাবনী কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত সচিব ইমাম উদ্দীন কবীর, এটুআই প্রকল্পের পরিচালক রশিদুল মান্নাফ কবীর।
- বিষয় :
- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা