ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কোলাজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫ | ২০:৩৬ | আপডেট: ০৮ মে ২০২৫ | ২০:৩৯

গত ৪ মে ‘আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে এয়ার টিকেটের মূল্য কারসাজির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে সমকাল। এর প্রতিবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।

প্রতিবাদপত্রে তিনি লিখেছেন, ট্রাভেল এজেন্ট ব্যবসায় টিকেট সিন্ডিকেটদের পুনঃপ্রতিষ্ঠা করতে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর লক্ষ্য আটাব সভাপতি, মহাসচিব ও কার্যনির্বাহী পরিষদকে সরিয়ে এয়ার টিকেট মার্কেটে পুনরায় তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

আফসিয়া জান্নাত সালেহ দাবি করেন, আটাব সভাপতি ও মহাসচিব কোনো রাজনৈতিক দল, অর্থপাচার বা টিকেট চক্রের সঙ্গে সংশ্লিষ্ট নন। প্রতিবেদনে উপস্থাপিত এমন কোনো চেক বা অর্থ লোপাটের ঘটনা ঘটেনি। আটাবের অর্থব্যয়ের হিসাব ও বিল, ইনভয়েস ও রশিদ রয়েছে।

প্রতিবেদকের বক্তব্য

আটাব সংশ্লিষ্টদের অভিযোগ, তথ্য-প্রমাণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ-সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্যও রয়েছে। কারও সম্মানহানি করার উদ্দেশ্য সমকালের ছিল না।

আরও পড়ুন

×