ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সৌদি আরবে পৌঁছেছেন ৪৫ হাজার ৮৯৬ জন হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৪৫ হাজার ৮৯৬ জন হজযাত্রী

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ২০:০২

হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১১৫টি ফ্লাইটে সর্বমোট ৪৫ হাজার ৮৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার সকালে আশকোনা হজ অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের ১১৫টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫৭টি, সৌদি এয়ারলাইন্স ৩৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল এবং তা চলবে ৩১ মে পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৭০১ জন হজযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছে। বাকি রয়েছেন মাত্র ৩৯৯ জন হজযাত্রী।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং তা শেষ হবে ১০ জুলাই।

আরও পড়ুন

×