ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও  প্রতিবেদকের বক্তব্য

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০১:১৫

সমকালে গতকাল রোববার ‘ঢাকায় রাজউকের এক পরিদর্শকের ৩৬ ফ্ল্যাট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজউকের পরিদর্শক কাজী আমীর খশরু। লিখিত প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘প্রকাশিত সংবাদে আমাকে নিয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা দেখে আমি রীতিমতো বিস্মিত। এটা মুখরোচক গল্প ছাড়া কিছুই না। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য সন্নিবেশিত করে প্রতিবেদনটি প্রকাশ করায় আমার পরিবার ও আমার সম্মানহানি হয়েছে।’

প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে আমাকে চাকরিচ্যুত করা হয়। আমি ২০১৪ সালে উচ্চ আদালতের রায় নিয়ে আসার পরও আমাকে চাকরিতে যোগদান করতে দেয়নি। এক পর্যায়ে ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর আমি কর্মস্থলে যোগদান করি, যা ফ্যাসিবাদের দোসরদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার বিরুদ্ধে কেউ অদ্যাবধি দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি।’

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত ছিল না। প্রতিবেদক সরেজমিন গিয়ে এসব সম্পত্তির তথ্য পেয়েছেন। স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাকর্মী ও ভাড়াটিয়ারাও এসব সম্পত্তির মালিক হিসেবে আমীর খশরুর নাম বলেছেন। আমীর খশরুও এসব বিষয়ে তাঁর বক্তব্য দিয়েছেন। কোন সম্পত্তি কার নামে আছে, তা-ও বলেছেন। সেগুলোই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র ছিল না। কারও সম্মানহানি করাও এ প্রতিবেদনের উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুন

×