ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা

হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে

হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে

আদালত প্রঙ্গণে আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ২১:০৪ | আপডেট: ২১ মে ২০২৫ | ২১:০৬

মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নথিভুক্ত হয়েছে। বুধবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে এ নথি হাইকোর্টে এসে পৌঁছায়। 

১৭ মে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিধি অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরে মামলার নথিসহ রায় মাগুরার আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের আছিয়া। ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে। এ ঘটনার পর সারাদেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। পরে আইন সংশোধন করে দ্রুত বিচার নিশ্চিত করা হয়।
 

আরও পড়ুন

×