মানবিক করিডর নিয়ে প্রশ্ন করবেন না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫ | ২২:৫৩ | আপডেট: ২১ মে ২০২৫ | ২৩:০৩
রাখাইনে মানবিক করিডর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না।’ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যেহেতু নিরাপত্তা, সেহেতু সীমান্ত ও সীমান্তের বাইরের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটর বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়েছেন। চিঠির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটি সঠিক কিনা, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তার নজরে আসেনি।
সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও ভারতীয়দের ‘পুশ ইন’ নিয়ে দিল্লি যাতে নিয়মের বাইরে কিছু না করে সে ব্যাপারে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ‘পুশ ব্যাক’ করে না। তবে যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে।
এভাবে ঠেলে দেওয়া ঠিক না, দিল্লিকে তা বুঝিয়েছি
ভারত থেকে সীমান্ত দিয়ে পুশ ইন নিয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। এ বিষয়ে দিল্লির জবাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এভাবে ঠেলে দেওয়াটা যে ঠিক না এটা আমরা তাদের বুঝিয়েছি। তারা কিছু তালিকা দিয়েছে, সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করছি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে বিগত সময়ে হওয়া অসম চুক্তি বাতিলের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চুক্তি হলে দুপক্ষের সম্মতিতে বাতিল করতে হয়। আমরা চাই নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। ভারতের সঙ্গে শ’খানেক চুক্তির মধ্যে কতগুলো পর্যালোচনা করা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা কোনোটাই এখনও বাতিল করার ব্যবস্থা করিনি। সব চুক্তিরই আমাদের অবস্থান যাচাই করার চেষ্টা করেছি। সময়মতো সেগুলো নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে।’
ভারতে স্থলপথে বাংলাদেশি পণ্যের আমদানি নিষিদ্ধ করা নিয়ে তিনি বলেন, বাণিজ্য উপদেষ্টা বিষয়টা দেখছেন, চিঠি যাচ্ছে দিল্লিতে।
দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট সচিব
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের পরির্বতন নিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বিভিন্ন কারণে তিনি নিজে থেকে সরে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। তিনি দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।’
পররাষ্ট্রসচিব ছুটিতে যাবেন নাকি চাকরি ছাড়ছেন, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ওনার দায়িত্ব পরিবর্তন হবে। কেন তাকে সরে যেতে দিচ্ছেন, এ প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণে…।’
পররাষ্ট্র সচিব পরিবর্তন নিয়ে বাইরের চাপ আছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘যে কোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত থাকে। কখনো কোনো সিদ্ধান্ত কোনো একজন নিয়ে নেয় না। এ বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক।’
সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি এখনো দায়িত্ব শুরু করতে পারেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না। এ ব্যাপারে কিছু চিন্তা-ভাবনা আরও চলছে। তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথা সময়ে জানতে পারবেন।’
রুহুল আলম সিদ্দিকিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হতে পারে
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। তাঁর ছুটিতে যাওয়ার বিষয়টি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালনের ভার দেওয়া হয়। তবে তিনিও এ দায়িত্ব নিচ্ছেন না। তার পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
- বিষয় :
- পররাষ্ট্র উপদেষ্টা
- রাখাইন
- করিডোর
- পররাষ্ট্র সচিব