ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোস্টের স্ক্রিনশর্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫ | ১৬:৫৫ | আপডেট: ২৩ মে ২০২৫ | ১৭:২৩

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে শুক্রবার একটি পোস্ট দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি’ শিরোনামে ওই পোস্টে বলা হয়েছে, ‘সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’

 

এতে আরও বলা হয়, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

আরও পড়ুন

×