প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখা
১১ দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

বুধবার সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করে। ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ০০:৪৮ | আপডেট: ২৯ মে ২০২৫ | ০১:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদকে ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদানের মাধ্যমে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তারসহ সাত সদস্যের একটি দল উপাচার্যের কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে সাংবাদিকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আফসানা আক্তার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
সাবিকুন্নাহার তামান্না ১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের কবি সুফিয়া কামাল হল এবং সেক্রেটারি আফসানা আক্তার একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কুয়েত মৈত্রী হলের ছাত্রী।
সংগঠনটির ১১ দাবির মধ্যে রয়েছে, ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা নিশ্চিত করা; নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমনরুম, নামাজরুম ও ওযু খানার ব্যবস্থা করা, মাতৃত্বকালীন সময়ে সহযোগিতা করা; আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানি মুক্ত ক্যাম্পাস, হলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা, ছাত্রী হলে যাতায়াতের বাস বৃদ্ধি করা, ক্যাম্পাস এরিয়াকে ফ্রি স্মোকিং জোন করা।
স্মারকলিপি প্রদানের বিষয়ে সাবিকুন্নাহার তামান্না বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। ৫ আগস্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ক্যাম্পাসে আমরা কাজ শুরু করার চেষ্টা করেছি।’
সেক্রেটারি আফসানা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য কাজ করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সবচেয়ে বড় ভিক্টিম ছিলাম।’
আফসানা বলেন, ‘আমরা আশা করছি, নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ তৈরির লক্ষ্যে ঢাবি প্রাশাসন দ্রুততম সময়ের মাঝে কার্যকরী ব্যবস্থা নেবে।’
- বিষয় :
- ঢাবি