ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানের গেট রাত ৮টায় বন্ধ করার সিদ্ধান্ত

ঢাবি কর্তৃপক্ষের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক

সোহরাওয়ার্দী উদ্যানের গেট রাত ৮টায় বন্ধ করার সিদ্ধান্ত

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ০১:৫৪

সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যা ৭টার পর প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালাবে। 

পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী বাড়ানো, উদ্যানকে সিসি ক্যামেরার আওতাধীন রাখা এবং ক্যাম্পাস-সংলগ্ন উদ্যানের গেটগুলো রাত ৮টার পর বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত উপকমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ড. জিয়াউদ্দিন আহমেদ, ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান, আনসার ও ভিডিপির প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর উপস্থিত ছিলেন।

সভায় নেওয়া অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে– কালীমন্দিরে প্রবেশের জন্য বিকল্প গেটের ব্যবস্থা করা, নির্দিষ্ট সময় পরপর অভিযান চালানো, উদ্যানের ভেতরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ব্যবস্থা গ্রহণ।

আরও পড়ুন

×