ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৭ দফা দাবিতে মহাসমাবেশ

পল্লী বিদ্যুৎকর্মীদের আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

পল্লী বিদ্যুৎকর্মীদের আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩ দিন ধরে অবস্থান করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। ৭ দাবিতে সোমবার মহাসমাবেশ করেন তারা। বিকেলে তোলা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০১:১৭ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১১:৫৭

সাত দফা দাবিতে গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ হয়েছে।  ১৩ দিন ধরে সমিতির কর্মীরা শহীদ মিনারে অবস্থান করছেন। গতকাল তাদের সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী যোগ দেন।  

আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মীরা বলছেন, সরকার তাদের সঙ্গে আলোচনা করছে না। তাই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। 

গ্রামাঞ্চলসহ দেশের বেশির ভাগ অঞ্চলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। দেশের ৪ কোটি ৮২ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে আরইবির গ্রাহক  ৩ কোটি ৬৮ লাখ। দেশজুড়ে সমিতির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৪৫ হাজার। 

আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগসহ নানা দাবিতে গত জানুয়ারি থেকে আন্দোলন করছেন সমিতির কর্মীরা। এই ধারাবাহিকতায় গত ২১ মে থেকে শহীদ মিনারে অবস্থান করছেন কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনে গত কয়েক দিনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও  সংগঠন সংহতি জানিয়েছে।

আরও পড়ুন

×