ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই, ফল ২২ সেপ্টেম্বর

৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই, ফল ২২ সেপ্টেম্বর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৮:০৪ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১৮:০৭

চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ ৪৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিশেষ বিসিএসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ বিসিএসের গেজেট ২৭ মে প্রকাশিত হওয়ার পরপরই দেরি না করে ২৯ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪৮তম বিশেষ বিসিএসের অনলাইনে আবেদন ১ জুন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার তিন দিনের মধ্যে অর্থাৎ ২১ জুলাই ফলাফল প্রকাশ করা হবে। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর। বিশেষ এই বিসিএসের জন্য আগ্রহী প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সাধারণ প্রার্থীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫০ টাকা।

উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন, সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

আরও পড়ুন

×