ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বাজেটে জনপ্রত্যাশা পূরণ হয়নি: গণসংহতি আন্দোলন

বাজেটে জনপ্রত্যাশা পূরণ হয়নি: গণসংহতি আন্দোলন

ফাইল ছবি। সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২০:৪৬

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেওয়া প্রস্তাবিত বাজেট জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, নতুন বাজেট পুরনো বাজেটেরই ধারাবাহিকতা।

বুধবার সকালে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

তিনি বাজেটে কর প্রস্তাব এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিয়ে আলোচনা করেন। রুবেল বলেন, কর আদায়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষীই বলতে হবে। কেননা দেশে বিনিয়োগ প্রবাহ নেই বলা যায়।

খাতওয়ারি বরাদ্দের বিষয়ে লিখিত বক্তব্যে বলা হয়, গতানুগতিকতায় আটকে থাকছে সরকার। বাজেটে কাঁটছাটের প্রভাব শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনগুরুত্বপূর্ণ খাতের ওপর পড়েছে। যা একেবারেই কাম্য ছিল না। সচেতন মহল থেকে বেশ আগে থেকেই বলা হচ্ছিল যেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমানো না হয়। কিন্তু দেখা যাচ্ছে, সরকার ওই আকাঙ্ক্ষা প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত করতে পারেনি।

সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বাজেট। এটি নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করেছে। তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু এবং দীপক কুমার রায়।

আরও পড়ুন

×