ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২২:২১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঈদে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


 

আরও পড়ুন

×