দেশে ফিরলেন ৪৪০৮ হাজি

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ০৫:২১
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ হজযাত্রী। মোট ১১টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। গতকাল বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্পডেস্ক জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৪০৮ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৪১৯ জন। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৮৯ হাজি দেশে ফিরেছেন। হজের ১১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৪১৯ হাজি দেশে এসেছেন। পাশাপাশি সৌদি এয়ারলাইন্সে ১ হাজার ৫৫৭ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ২ হাজার ৪৩২ হাজি। এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪১৯ হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ উপলক্ষে দেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন মুসল্লি সৌদি আরবে যান। পরবর্তী সময়ে ৫ জুন পবিত্র হজ পালন শেষে হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি।
- বিষয় :
- সৌদি আরব