ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নূর কুতুবুল আলম স্মরণে আলোচনা সভা

নূর কুতুবুল আলম স্মরণে আলোচনা সভা

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ২২:০০

হজরত নূর কুতুবুল আলম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘মাকাম : সেন্টার ফর সুফি হেরিটেজ’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম মাছুম বাকী বিল্লাহ। প্রবন্ধ উপস্থাপন করেন মাকাম’র রিসার্চ অ্যাসোসিয়েট মোহাম্মদ আবদুল ক্বাহহার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, সাহিত্যিক ও গবেষক মুসা আল হাফিজ, তরুণ চিন্তক ও লেখক আহমেদ দীন রুমি এবং লেখক ও আর্কাইভিস্ট  মোহাম্মদ আবু সাঈদ। 

আলোচনায় বক্তারা বলেন, সুলতানী আমলে যখন বাংলার মসনদে বিপর্যয় দেখা গিয়েছিল, তখন হজরত নূর কুতুবুল আলমের সাহসী নেতৃত্বে বিপর্যয় কাটিয়ে উঠে বাংলায় শান্তির বীজ বপন হয়েছিল। 

মুসা আল হাফিজ বলেন, বাংলাদেশের স্বতন্ত্র ইতিহাস ও সাংস্কৃতিক বিনির্মাণে বাংলার ইতিহাসে নূর কুতুবুল আলমের ঐতিহাসিক ভূমিকার পুনর্বিবেচনা করা জরুরি। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন আলোচকরা। 

আরও পড়ুন

×