জুলাই যোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন
ঘোষিত সময়ে জুলাই সনদ দিতে সরকারকে আহ্বান

ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৯:৩১
জুলাই সনদ ঘোষণার প্রতিশ্রুতি বাস্তবায়নে মাত্র ৩ কার্যদিবস আগেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জুলাই যোদ্ধা সংসদ। তারা সরকারের প্রতি প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, সরকার প্রতিশ্রুতি পালন না করলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।
রোববার রাজধানীর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গেটের সামনে সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আরমান হোসেন শাফিন। উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র মুশফিকুর রহমান আশিকসহ অন্যান্য নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যে ৩০ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করেছিল, তা শেষ হতে আর মাত্র ৩ দিন বাকি। অথচ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি দৃশ্যমান নয়। সরকারের পক্ষ থেকে তাদের স্পষ্টভাবে জানানো হয়েছিল– জুলাই মাসের মধ্যেই এই সনদ ঘোষণা করা হবে। তারা সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে নিজেদের অবস্থান কর্মসূচি স্থগিতও করেন। কিন্তু বারবার সময়ক্ষেপণ ও অজানা অনিশ্চয়তা তাদের শঙ্কিত করে তুলছে।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দ্রুততম সময়ে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ও ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই যেন ‘জুলাই সনদ’ দেওয়া নিশ্চিত হয়। সরকার যেন বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
সংগঠনের আহ্বায়ক আরমান হোসেন শাফিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দেরি বা জটিলতা সৃষ্টি হয়, তবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আরও কার্যকর কর্মসূচি দিতে প্রস্তুত আছি।
- বিষয় :
- জুলাই গণহত্যা
- জুলাই সনদ