ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা হচ্ছে, এর সঙ্গে কর্মকর্তাদের সম্পর্ক নেই: দুদক মহাপরিচালক

দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা হচ্ছে, এর সঙ্গে কর্মকর্তাদের সম্পর্ক নেই: দুদক মহাপরিচালক

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১২:৪৬ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১২:৪৬

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মানহানিকর ও ভিত্তিহীন’ অভিযোগ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের  মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন।

এ বিষয়ে মঙ্গলবার দুদক মহাপরিচালক ও মুখপাত্র আখতার হোসেন সাংবাদিকদের জানান, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে। যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ‌‘দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।’

দুদক জানায়, ইতোপূর্বে দুদক প্রতারণা রোধে সবাইকে সতর্ক করে আসছে। যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন প্রতারণার শিকার হয়ে অনেকে সমাজিক যোগাযোগ মাধ্যমে দুদককে দোষারোপ করেন যার ফলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

প্রতারণামূলক ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারও কাছ থেকে টাকা চাওয়া হলে কিংবা কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে দুদক।
 

আরও পড়ুন

×