ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বরগুনায় ডেঙ্গুর ‘ডেন–৩’ ধরনে আক্রান্ত ৪৬% 

বরগুনায় ডেঙ্গুর ‘ডেন–৩’ ধরনে আক্রান্ত ৪৬% 

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৬:০৩ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৬:২৪

বরগুনায় ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৬ দশমিক ৫ শতাংশ ডেন-৩ ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন। সীমিতসংখ্যক নমুনা বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। 

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত ৩৯ দশমিক ৫ শতাংশ রোগীর ধরন ডেন-২। বাকি ১৪ শতাংশ আক্রান্ত হয়েছেন অন্য ধরন ডেন-২-৩। ৪৩টি অনুমান জিনোম পরীক্ষা করে এই তথ্য মিলেছে।

ডা. তাহমিনা শিরিন বলেন, বরগুনায় জুনের ১৬-২২ তারিখ পর্যন্ত সার্ভে পরিচালনা করা হয়। বরগুনায় ভর্তি রোগীদের মধ্যে বরগুনা সদরে ডেঙ্গু আক্রান্ত বেশি, এরপর পাথরঘাটায়। কম রোগী ছিল আমতলী আর বেতাগী।

আইইডিসিআরের বলেন, বরগুনায় ডেঙ্গুর চিত্র কতটা ভয়াবহ এখনও বলা যাচ্ছে। আরো সময় লাগবে।

আরও পড়ুন

×