চট্টগ্রাম ও সিলেটে করোনায় আরও দুইজনের মৃত্যু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ০১:২৬ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ০৮:২৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে চলতি বছর ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ১৮১ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়াল ৫৩৫।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেটের বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও তিনজন। এর মধ্যে দু’জন আইসিইউতে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, তিন দিন ধরে হাসপাতালের আইউসিইউতে ছিলেন শহরতলির খাদিমনগর দাসপাড়া এলাকার এক ব্যক্তি (৬৯)। গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের করোনা পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে শনাক্ত করা করোনা রোগীর সংখ্যা ২০।
- বিষয় :
- মৃত্যু
- করোনায় মৃত্যু