ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩ 

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩ 

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৮:৫৩

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গত ২৭ থেকে ২৯ জুন ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— শামিম রহমান, মিজান রহমান ও রবিউল ইসলাম জুয়েল।

সোমবার মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, গত ২৬ জুন রাজধানীর ওয়ারীর নবাবপুর থেকে মোটারসাইকেল যোগে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ৬-৭ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নেয়। 

তিনি বলেন, ডাকাত চক্রটি ভুক্তভোগী খলিল ও রিফাতকে মারধর করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে সাইনবোর্ড এলাকায় ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। হাত–পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ওসি মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার শামিমের কাছ থেকে মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার এবং জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তবে পরে তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়। এছাড়া লুণ্ঠিত বাকি টাকা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×