ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পেট্রোবাংলার ২৩৭ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ: লুৎফে সিদ্দিকী

পেট্রোবাংলার ২৩৭ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ: লুৎফে সিদ্দিকী

ছবি-ফেসবুক থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ২২:১৯

চলতি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে মার্কিন তেল ও গ্যাস কোম্পানি শেভরনের পাওনা ছিল ২৩৭ মিলিয়ন ডলারের বেশি। পুরো অর্থ এখন পরিশোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সোমবার রাতে ফেসবুকে দেওয়া স্টাটাসে এ তথ্য তুলে ধরেছেন। 

এ সময় তিনি জানান, শেভরনের ‘এমার্জিং কান্ট্রিজ’-এর প্রেসিডেন্ট জাভিয়ের লা রোসা সোমবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। লুৎফে সিদ্দিকী বলেন, শেভরন বাংলাদেশের দীর্ঘদিনের ও গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী। তাদের সঙ্গে আমাদের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করি। শেভরনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এরিক ওয়াকারও এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে দেশে স্থলভাগের তিন ব্লক ১২, ১৩, ১৪ এ তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করছে শেভরন। এগুলো হচ্ছে সিলেটের জালালাবাদ, হবিগঞ্জের বিবিয়ানা ও মৌলভীবাজার গ্যাসক্ষেত্র। জালালাবাদ থেকে এখন দিনে উৎপাদিত হয় ১৩৮ মিলিয়ন ঘনফুট, বিবিয়ানা থেকে ৯৩৬ মিলিয়ন ঘনফুট এবং মৌলভীবাজার থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। তিনটি গ্যাসক্ষেত্রেই তাদের উৎপাদন কমছে। বিবিয়ানা গ্যাসক্ষেত্রে চুক্তির মেয়াদ ২০৩৪, মৌলভীবাজারের মেয়াদ ২০৩৮ এবং  জালালাবাদের মেয়াদ রয়েছে ২০৩৪ পর্যন্ত। 
 

আরও পড়ুন

×