যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বৈঠক বৃহস্পতিবার
বাংলাদেশি পণ্যে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক কমার আশা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ০১:৪৫ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ০৭:২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাড়তি ৩৭ শতাংশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনে আগামী বৃহস্পতিবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ইতোমধ্যে এ-সংক্রান্ত চুক্তির খসড়া নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। চুক্তি হলে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ৩৭ শতাংশ শুল্ক আরোপের হার কিছুটা কমবে।
গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইতোমধ্যে এ-সংক্রান্ত পাল্টা শুল্ক চুক্তির একটি খসড়া বাংলাদেশে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। জবাবে খসড়ার ওপর মতামত ওয়াশিংটনে পাঠায় ঢাকা।
এ নিয়ে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা (ইউএসটিআর) বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষের দরকষাকষির পর খসড়ায় আবারও কিছুটা পরিবর্তন আনছে বাণিজ্য মন্ত্রণালয়, যা আজ মঙ্গলবার চূড়ান্ত করে নিরাপত্তা উপদেষ্টার কাছে পাঠানো হবে। এ সংশোধিত খসড়া নিয়েই বৃহস্পতিবার ওই বৈঠকে বসবে উভয় পক্ষ।
এক দিনের বৈঠকে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে পরদিনও বৈঠক হতে পারে। এসব বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সেটি সম্ভব না হলে ভার্চুয়ালি তিনি যুক্ত হবেন।
এ বিষয়ে গতকাল সোমবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সমকালকে বলেন, আগামী বৃহস্পতিবার ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে পরে আরও বৈঠকের প্রয়োজন হতে পারে। দরকষাকষি শেষে চুক্তি করতে কতদিন সময় লাগতে পারে– এমন প্রশ্নে তিনি বলেন, চুক্তির ক্ষেত্রে অন্যান্য যে কোনো দেশের সঙ্গে এগিয়ে রয়েছি। গত ২ এপ্রিল পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত ২৮ দফা বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে সেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন নিতে হবে। এরপর ভেটিং হয়ে উপদেষ্টা পরিষদের অনুমোদন। তার পরই চুক্তি চূড়ান্ত হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কিছু কঠিন প্রস্তাব দেওয়া হয়। তবে দেশীয় ও আন্তর্জাতিক আইনকানুনের মধ্য থেকে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ওপরই বেশি জোর দিয়ে মতামত দিয়েছে। কারণ, বাণিজ্য ঘাটতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করেছে।
- বিষয় :
- শুল্ককর
- যুক্তরাষ্ট্র
- বাণিজ্য