ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সাবেক বিমান কর্মকর্তা এ কে এম বদরুদ্দোজা মারা গেছেন 

সাবেক বিমান কর্মকর্তা এ কে এম বদরুদ্দোজা মারা গেছেন 

আলহাজ্ব এ কে এম বদরুদ্দোজা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২২:৩৪

বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক বিমান কর্মকর্তা আলহাজ্ব এ কে এম বদরুদ্দোজা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

গত ২৮ জুন রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পেন উইলিয়াম মেডিসিন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচ এক ফেসবুক পোস্টে এ কে এম বদরুদ্দোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারাল একজন প্রকৃত দেশপ্রেমিক অসামান্য হৃদয়বান প্রতিভাকে।   

প্রথম দিক থেকেই তিনি বিমানের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য যেমন-লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, জেদ্দা, কুয়ালালামপুর, কুয়েত, কাতার ও সিঙ্গাপুরে স্টেশন ম্যানেজার হিসেবে অসামান্য দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর নিষ্ঠা, পেশাগত সততা ও উদারতায় বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ভাবমূর্তি দ্রুত উজ্জ্বল হয়ে ওঠে।

নিজে অতি সাধারণ জীবন যাপন করে তাঁর আয়, সময় ও নিরলস শ্রমকে কাজে লাগিয়ে দেশে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন।

শুধু প্রশাসনিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক পরিসরেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। বাংলাদেশ বেতার ও বিটিভির প্রথম শ্রেণির সঙ্গীতশিল্পী হিসেবে তার কণ্ঠ ও সুরে মঞ্চ মাতত। ছিলেন গীতিকবি ও সুরকার।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৩৮ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৌরবময় সূচনালগ্নে যেসব কর্মকর্তা নিবেদিতভাবে অবদান রেখেছেন, এ কে এম বদরুদ্দোজা ছিলেন তাদের অন্যতম।  

আরও পড়ুন

×