ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভোলায় গৃহবধূকে ধর্ষণ: দোষীদের শাস্তির দাবি এমএসএফের

ভোলায় গৃহবধূকে ধর্ষণ: দোষীদের শাস্তির দাবি এমএসএফের

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ২০:৪৭

ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। 

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভোলার তজুমদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় শ্রমিকদল ও ছাত্রদল নেতারা চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে। 

এমএসএফ মনে করে, এ ধরণের বর্বরোচিত ও অমানবিক নির্যাতনের ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন। বর্বরোচিত এ ঘটনা দেশের নিরাপত্তাহীনতার বিষয়টিকে কঠিনভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কঠোর আইন থাকা সত্ত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার জায়গাটি প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন এ ধরনের ধর্ষণসহ বর্বরোচিত ঘটনা ঘটেই চলেছে। নারী ও শিশুদের সুরক্ষায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ় পদক্ষেপ অত্যন্ত জরুরী বলে মনে করছে এমএসএফ।

আরও পড়ুন

×