চানখারপুলে ৬ ছাত্র হত্যা
ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ আটজনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ১৪ জুলাই

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ১৫:৩০ | আপডেট: ০৩ জুলাই ২০২৫ | ১৬:০১
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদ হাসান, সিফাত মাহমুদ শুভ, আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, বি এম সুলতান মাহমুদ ও গাজী এম এইচ তামিম। এ দিন কারাগারে থাকা সাবেক পরিদর্শক আরশাদ হোসেনসহ চার আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।