ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল তিন যাত্রীর

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল তিন যাত্রীর

পাবনা-ঢাকা মহাসড়কে শুক্রবার মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস ও ট্রাক সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০১:০৮

পাবনার সাঁথিয়া উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের বনগ্রাম পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন– সাঁথিয়ার আতাইকুলার কারিগরপাড়ার মনসুর আলী, সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের আবেদ আলী ও বরগুনার বেতাগী উপজেলার বেতমোড় গ্রামের আরিফ হোসেন। আহত ১০ বাসযাত্রীকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে সাঁথিয়ার বনগ্রাম পূর্বপাড়ায় পৌঁছায়। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী প্রাণ হারান। ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ ছিল। 
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকে কাউকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য বাসের চালককেই বেশি দায়ী মনে হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ ইজিবাইকের চার যাত্রী। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের অদূরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

সদর হাসপাতালের চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত চারজন ভর্তি আছেন। এর মধ্যে একজনের আবস্থা আশঙ্কাজনক।

বাস খাদে পড়ে দু’জন নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস খাদে পড়ে চালকের সহকারী ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ যাত্রী। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন– বাসের যাত্রী নোয়াখালী সদর উপজেলার শেখ এনায়েত এনাম এবং বাসচালকের সহকারী কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. ফারুক। ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গয়ালমারা এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির অনেকাংশ খাদে পড়ে পাশের পুকুরে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশ। রাত ৩টার দিকে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। আরেক যাত্রীর মরদেহ বাসটির নিচে চাপা পড়ে ছিল। যাত্রীদের দাবি, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়া সড়কে দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

বাসের ধাক্কায় প্রাণ গেল দু’জনের
গোপালগঞ্জ সদর উপজেলায় থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– পিকআপ ভ্যানের চালক আফরান ফকির ও ট্রাকচালকের সহকারী ইয়াসিন মোল্লা।
কাশিয়ানী হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা বোঝাই করে ফেরার পথে ডুমদিয়া এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে খুলনাগামী একটি পিকআপ ভ্যানও বিকল হয়। এ সময় দুই গাড়ির চালকসহ অন্যরা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সটকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়েন আফরান ও ইয়াসিন। ট্রাকের চালকও আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সকালে উল্টে পড়া ট্রাক সরালে নিচ থেকে আফরানের মরদেহ উদ্ধার করা হয়।

পিকআপের চাপায় ভ্যানচালক নিহত
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় সুলতান আলী নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহরকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলীর বাড়ি আশাশুনি উপজেলার পুরোহিত গ্রামে। 
একই দুর্ঘটনায় আহত উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তিনি সুলতান আলীর ভ্যানে কচুয়া চেয়ারম্যান মোড় থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে দহাকুলা ভাটারমোড়ে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ভ্যানে ধাক্কা দেয়। এ সময় দু’জন সড়কে ছিটকে পড়লে পিকআপটি সুলতানের শরীরের ওপর দিয়ে চলে যায়। 
(সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)

আরও পড়ুন

×