ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রিকশাওয়ালাদের কাছ থেকে টাকা নিতেন সাহেদ

রিকশাওয়ালাদের কাছ থেকে টাকা নিতেন সাহেদ

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০০:৫৭

করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে রিকশাওয়ালাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

সাহেদের একাধিক সাবেক কর্মী জানান, কয়েক বছর আগে সাহেদ উত্তরা এলাকায় একটি স্লোগান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। তার স্লোগান 'প্যাডেল যার, রিকশা তার।' বিনামূল্যে রিকশা সরবরাহের নাম করে একটি বিদেশি এনজিও থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন তিনি। আসলে কোনো মানুষকে তিনি বিনামূল্যে রিকশা দেননি। যাদের রিকশা দেওয়া হয়েছিল তাদের বলা হয়- রিকশা কেনার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত দিনে ২০০ টাকা জমা দিতে হবে। এভাবে রিকশাওয়ালাদের কাছ থেকে টাকা আদায় করেছেন আবার এনজিওর কাছ থেকেও টাকা নিয়েছেন।

সাহেদ বিদেশে টাকা পাচার করেছেন কিনা তার তদন্তও শুরু হয়েছে। তথ্য-প্রমাণ পাওয়া গেলে মানি লন্ডারিং আইনে মামলা হবে।

সাহেদের অপকর্মের তথ্য জানতে র‌্যাব যে হটলাইন চালু করেছে সেখানে মঙ্গলবার পর্যন্ত ১৫০টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ১৩০টি অভিযোগ এসেছে টেলিফোনে। আর বাকি ২০টি ই-মেইলে। 

এ দিকে রিজেন্ট হাসপাতালে অভিযানের পর ১৭ জনকে আসামি করে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সমকালকে বলেন, সাহেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেওয়া হচ্ছে।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেওয়া সাহেদকে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানান, ধরা পড়ার মুহূর্তে সাহেদ নিজেকে একজন গণ্যমান্য ব্যক্তি বলে দাবি করেছিলেন।

আরও পড়ুন

×