ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কুয়েতে এমপি পাপুলের বিচার শুরু বৃহস্পতিবার

কুয়েতে এমপি পাপুলের বিচার শুরু বৃহস্পতিবার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০ | ১০:০৩

মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিচার শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশের কোনো বর্তমান সংসদ সদস্যকে এর আগে কখনও বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়েছে বলে শোনা যায়নি। এ মামলায় কুয়েতের আরও কয়েকজন অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে দেশটির দু'জন আইনপ্রণেতাও আছেন।

গত ৬ জুন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলকে গ্রেপ্তার করে কুয়েত কর্তৃপক্ষ। সে সময় তার প্রতিষ্ঠানের একজন হিসাবরক্ষকসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়া, অর্থ পাচার, মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

কাজী পাপুল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ৫০ হাজার দিনার বা প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা তিনি উপহার দিয়েছিলেন।

রাজনৈতিক অঙ্গনে অনেকটাই অপরিচিত পাপুল ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তাক লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে জয়ী হন। ভোটের মাঠে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থন পান। নির্বাচনের পর আরেক চমক সৃষ্টি করে তার স্ত্রী সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। সূত্র:বিবিসি

আরও পড়ুন

×