জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন ও সরবরাহ করার নির্দেশ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০ | ১১:৫০
জীবনরক্ষাকারী যেসব ওষুধের পর্যাপ্ত উৎপাদন ও বাজারে সরবরাহ নেই, সেগুলো অবিলম্বে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভিন আক্তার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। গত জানুয়ারি মাসে এ বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিরাজুল ইসলাম।
রিটকারী আইনজীবী লিভার ও ডায়াবেটিক রোগের জন্য কার্যকর ডেলিপিট-৩০০ ওষুধ বাজারে খুঁজে না পাওয়ায় তিনি ওষুধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্নিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান। এর পর নোটিশের জবাব মনঃপুত না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, জীবনরক্ষাকারী ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে এবং ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে কিছু সিন্ডিকেট ওষুধের মূল্য বাড়াতে কাজ করে যাচ্ছে। তাই বাজারে জীবনরক্ষাকারী সব ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।