ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘ঠাকুর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী

‘ঠাকুর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ১০:০৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ | ১০:২৪

আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। কলকাতা এশিয়াটিক সোসাইটি এই পুরস্কার প্রদান করেছে।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির তাজমহল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ। খবর বাসসের

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রোত চৌধুরী।

প্রধানমন্ত্রীর সম্মানে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করা হয়।

সম্মাননাপত্রে বলা হয়, এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করে তাকে সম্মান জানাচ্ছে।

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশবাসীর উৎসর্গ করে বলেন, বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ তারা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় এনেছে।

উল্লেখ্য, বিশ্ব শান্তির অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন এই পুরস্কার পেয়েছিলেন। 

আরও পড়ুন

×