ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রিফাত হত্যা: আরও এক আসামির আপিল শুনানির জন্য গ্রহণ

রিফাত হত্যা: আরও এক আসামির আপিল শুনানির জন্য গ্রহণ

রিফাত শরীফ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৫:৩৯ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ | ০৫:৪৩

বরগুনার আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া রায়ের বিরুদ্ধে আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজীর করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে করা জরিমানাও স্থগিত করা হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

এর আগে গত ৪ নভেম্বর ও ১৩ অক্টোবর এই হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অন্য চার আসামির আপিলও হাইকোর্টে শুনানির জন্য গ্রহণ করা হয়।

রিফাত শরীফ হত্যা মামলায় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত গত ৩০ সেপ্টেম্বর রায় দেন। রায়ে নিহতের স্ত্রী আয়শা আক্তার মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চারজন খালাস পান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

গত বছরের ২৬ জুন সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা করে। এ ঘটনায় নিহত রিফাতের বাবা আব্দুল আলিম দুলাল শরীফ বাদী হয়ে মামলা করেন। পরে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আসামিদের মধ্যে প্রাপ্তবয়ষ্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়ষ্ক ১৪ জন। তাদের মধ্যে প্রাপ্তবয়ষ্ক ১০ জনের বিষয়ে ৩০ সেপ্টেম্বর রায় দেন বরগুনার আদালত।

আলোচিত এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড গতবছরের ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ছাড়া অপ্রাপ্তবয়ষ্ক ১৪ আসামির বিষয়ে পৃথক রায় দেন নারী ও শিশু ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

×