ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চরভদ্রাসন উপজেলার সেই বিতর্কিত ভোট বাতিল

চরভদ্রাসন উপজেলার সেই বিতর্কিত ভোট বাতিল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ০৯:৩১

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের আলোচিত ও বিতর্কিত উপ-নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনিয়মের অভিযোগে ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

ইসি কার্যালয়ের সচিব মো. আলমগীর নির্বাচন বাতিলের তথ্য জানিয়ে বলেন, শিগগিরই এ বিষয়ে পরবর্তী করণীয় সংশ্নিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে আগামী ১০ ডিসেম্বর পৌর ভোটের প্রথম ধাপের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন পুলিশের আইজি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব।

ইসি কার্যালয়ের সংশ্নিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউছার জয়ী হন। কিন্তু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে। যিনি পরে যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের পদও পেয়েছেন। ইসি নিজস্ব তদন্তের পর এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা করে। এর আগে একজন সরকারী কর্মকর্তার সঙ্গে এমপির টেলিফোন আলাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যা দেশজুড়ে আলোড়ন তৈরি করে।

ইসি সংশ্নিষ্টরা জানান, এই উপনির্বাচনে আগের রাতে ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত করে ইসির একটি কমিটি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার সাহা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুজ্জামান তালুকদার ও নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরীর সমন্বয়ে গঠিত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়।

এ বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়েছে।

সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আইজিপি ও সচিব সিইসির সঙ্গে সাক্ষাত করেছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা মোতায়েন সংক্রান্ত পরিকল্পনা নিতে সুবিধা বিবেচনায় কবে কতগুলো প্রতিষ্ঠানে নির্বাচন হবে সেই সংক্রান্ত আলোচনা হয়েছে।

আরও পড়ুন

×