ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সন্ধানী কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি লুৎফর, সম্পাদক নাজমুল

সন্ধানী কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি লুৎফর, সম্পাদক নাজমুল

বাঁ থেকে লুৎফর রহমান মিলন ও নাজমুল আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৮:১৭ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৯:১৮

মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’র কেন্দ্রীয় কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী লুৎফর রহমান মিলন ও সাধারণ সম্পাদক হয়েছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল অ্যান্ড আপডেট ডেন্টাল কলেজের শিক্ষার্থী নাজমুল আলম। গত ৪ ডিসেম্বর সিলেটের এক্সেলসিয়র রিসোর্টে সংগঠনের ৩৯তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহফুজুল ইসলাম, আবু সাঈদ প্রান্ত, ইফাজুল হক সিয়াম, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা আল আসাদ, শাফায়েতুল আলম, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল কবীর জিসান, অর্থ সম্পাদক আজমি মাহা, দপ্তর ও যোগাযোগ সম্পাদক শাহরিয়ার সালভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানফাতুল ইসলাম মুহিব, ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক রাহাতুল হাসান, শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক আব্দুর রউফ উল্লাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহমিদ আহমেদ, রোগী কল্যাণ সম্পাদক সাজ্জাত হোসেন, ড্রাগব্যাংক সম্পাদক ফোরকানুর রহমান আজাদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সালেহ বাপ্পী, রায়হান আহমেদ, যুগ্ম অর্থ সম্পাদক নিশীথ কুমার মন্ডল, যুগ্ম দপ্তর ও যোগাযোগ সম্পাদক আফরিন জাহান আইয়ুব, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান অপু, যুগ্ম ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক তাওহীদ জামান, যুগ্ম শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক রেদোয়ান মাহমুদ, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুয়েল মন্ডল, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক এডিসন উজ্জ্বল মধু, যুগ্ম ড্রাগব্যাংক সম্পাদক আবুল বাশার।

এ ছাড়াও এতে কার্যকরী সদস্য হিসেবে আছেন, নীরাজ গুপ্ত, আবু জুবায়েদ রুপম ও মেহদী হাসান অনিক। বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সহসভাপতি-১ রাজিব আহসান সুমন। সঞ্চালনা করেন একই কমিটির সহ সাধারণ সম্পাদক ওয়াসিম আব্বাস।

আরও পড়ুন

×