ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ধর্ষণের শিকার নারীকে বিয়ে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির জামিন

ধর্ষণের শিকার নারীকে বিয়ে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির জামিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১০:৪২

ধর্ষণের শিকার নারীকে বিয়ে করার পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক ব্যক্তিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। 

আসামি দিলীপ খালকোকে এক বছরের জামিন দেওয়া হয়েছে। এর আগে উভয়পক্ষের সম্মতিতে কারাফটকে বিয়ে হওয়ার বিষয়টি হাইকোর্টকে অবহিত করেন সংশ্নিষ্ট পক্ষের আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। অন্যপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহেদ চৌধুরী।

মামলার নথি থেকে জানা যায়, রাজশাহীর গোদাগাড়ীর ওই আসামির সঙ্গে তার এক আত্মীয়ের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ২০১১ সালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু ওই ব্যক্তি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ওই বছরের ২৫ অক্টোবর গোদাগাড়ী থানায় মেয়েটি ধর্ষণের মামলা করেন। বিচার শেষে ২০১২ সালের ১২ জুন ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এই রায়ের পর থেকেই আসামি কারাগারে আছে। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীকে বিয়ে করবে বলে আসামির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। পরে ওই আবেদনের শুনানি নিয়ে গত ২২ অক্টোবর হাইকোর্ট দু'পক্ষের সম্মতি থাকলে আসামি ও ভুক্তভোগী নারীর বিয়ের ব্যবস্থা করতে রাজশাহীর জেল সুপারের প্রতি নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের পর গত ৫ ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ-সংক্রান্ত প্রতিবেদন দিয়ে হাইকোর্টকে অবহিত করা হলে বৃহস্পতিবার আসামিকে জামিন দেওয়া হয়।









আরও পড়ুন

×