ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সারাদেশে নিম্ন আদালতে অবকাশ শুরু

সারাদেশে নিম্ন আদালতে অবকাশ শুরু

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৫:১২

সারাদেশের জেলা ও দায়রা জজ এবং অধীনস্থ সব আদালতে বার্ষিক অবকাশ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে নিম্ম আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আদালতের সংশ্লিষ্ট কিছু বেঞ্চের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল-মামুনকে জরুরি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

এছাড়া, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য বিচারক কে এম ইমরুল কায়েশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ২০, ২১, ২২, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর অবকাশকালীন জরুরি মামলা নিষ্পত্তি করবেন। 

তবে এ ছুটির আওতার বাইরে থাকবে সারাদেশের সুনির্দিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলো।

আরও পড়ুন

×