ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চাঁদাবাজির অভিযোগ

কোতোয়ালি থানার ওসির নামে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

কোতোয়ালি থানার ওসির নামে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০ | ১২:৩৩

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান মঙ্গলার এ আদেশ দেন। এএসপি পদমর্যাদার নিচে নয় এমন এক কর্মকর্তাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

অপর আসামিরা হলেন- কোতোয়ালি থানার এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম ও সোর্স দেলোয়ার হোসেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন হাওলাদার জানিয়েছেন, গত ১৭ নভেম্বর ক্ষুদ্র ব্যবসায়ী মো. রহিম আদালতে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে ৩ ডিসেম্বর আদেশের জন্য রাখেন। এরপর পিছিয়ে ২০ ডিসেম্বর ধার্য করা হয়। মঙ্গলবার মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগে জানা যায়, গত ১২ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে চরকালীগঞ্জ জেলা পরিষদ মার্কেট থেকে বাসায় ফিরছিলেন রহিম। রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া ব্রিজের ওপর পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন তার গতিরোধ করে। তারা নিজেদের ঢাকা জেলার ডিবি পুলিশ পরিচয় দেয়। রহিমের নামে ডিবিতে মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে বলেও জানায়। এরপর তারা দুই লাখ টাকা দাবি করে। পরে পুরো টাকা পেয়েও রহিমের বিরুদ্ধে ১০ পিস ইয়াবার মামলা দিয়ে আদালতে পাঠান ওসি মিজানুর রহমান। ১৭ দিন জেলে থেকে ৩০ অক্টোবর জামিনে মুক্তি পান রহিম। এরপর মামলা করেন তিনি।


আরও পড়ুন

×