ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি, ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের অবস্থান কর্মসূচি

হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি, ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট- সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ১০:৫১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ১০:৫৬

স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানান নেতারা।

তাদের দাবিগুলো হলো- করোনাকালীন পরিস্থিতিতে ফি মওকুফ ও ফি পরিশোধে চাপ প্রয়োগে বিরত থাকা এবং টিএসসির মূল কাঠামোর সঙ্গে অসংগতিপূর্ণ কোনো নির্মাণ প্রকল্প না করা।

জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সুহাইল আহমেদ শুভর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগীব নাঈমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক জাহিদ জামিল, সহসাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদিকুল ইসলাম সাদিক। 

এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম মীম, নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী লাবণী বন্যা, আরাফাত সাদ খান প্রমুখ।

কর্মসূচি থেকে নেতারা হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক অভিহিত করে বলেন, প্রতিটি হলে মনিটরিং সেল তৈরি করে সুষ্ঠুভাবে সিট বণ্টন করতে হবে। এ সময় তারা টিএসসি ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করার নিন্দা জানান।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি। অনেক শিক্ষার্থীর পর্যাপ্ত সুবিধা নেই ক্লাস করার। অনলাইন ক্লাসের মান নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে প্রশাসন বিশেষ কোনো ভূমিকা তো রাখেইনি, বরং ভর্তি ফি পরিশোধ এবং পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য করে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ প্রয়োগ করছে।

তারা আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ৪০ শতাংশ পর্যন্ত ফি কমিয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েও কোনো ফি মওকুফ করেনি।

অবস্থান কর্মসূচি থেকে ১২ জানুয়ারি দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে 'অগণতান্ত্রিক প্রশাসনের কুশপুত্তলিকা দাহ' কর্মসূচির ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×