বহিষ্কৃত মেজর জিয়ার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

আদালত প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৬:৫১
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়ার সম্পত্তি বাজেয়াপ্তের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এর আগে গত ৬ অক্টোবর জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ৪ অক্টোবর মামলায় বহিষ্কৃত মেজর জিয়াসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।
২০১৫ সালের ৭ আগষ্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় খুন হন নিলয়। ওইদিন রাতে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় ৪ জনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। ওইদিন হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা (একিউআইএস)।