ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জেসিআই বাংলাদেশের সিম্পোজিয়াম অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের সিম্পোজিয়াম অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ২০:৪৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ২১:১৭

তরুণদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের আয়োজনে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার রাজধানী ঢাকার মিরপুরে এসওএস হারম্যান মেইনার কলেজে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

সিম্পোজিয়ামে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক আমজাদ হুসেইন, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভীর হোসেন, কাজী আইটি সেন্টার লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা মাহবুব, আইফ্লিক্সের কান্ট্রি হেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) রিয়ান রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান, সেবা ডট এক্সওয়াইজেডের সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজীব, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার হুমায়রা খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রামের পরিচালক ফারহিন হাসান, এশিয়ার সবচেয়ে তরুণ কার্ডিওলজি সার্জন আশরাফুল হক সিয়াম, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক, অ্যাপোলো হাসপাতালের পুষ্টিবিদ তামান্না চৌধুরী ও ফ্ল্যাগ গার্লের প্রতিষ্ঠাতা প্রিয়তা ইফতেখার।

কীভাবে নিজের পরিবর্তন এনে একটি সুন্দর সমাজ গঠন করা যায়, তা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা ।

বক্তারা তাদের জীবনের বিভিন্ন বাধা পেরিয়ে কীভাবে জীবনে সাফল্য অর্জন করেছেন ও  সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন তার গল্প শুনিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন উপস্থিত জনতাকে এগিয়ে যেতে পরিবর্তনের পথে। 

এই অনুষ্ঠানে ৫৫০ এরও বেশি তরুণ অংশ নিয়েছেন যার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তরুণ উদ্যোক্তা, তরুণ পেশাজীবী এবং জেসিআই  বাংলাদেশের সদস্য। 

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল ইরফান হক এবং যুগ্ন-আহ্বায়কের দায়িত্বে রয়েছেন জেসিআই বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার জিয়াউল হক ভূইয়া।  

উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামাল, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ খান, সালেহীন এফ নাহিয়ান,ইসমাত জাহান,ন্যাশনাল ট্রেজারার সাকিব আহমেদসহ অনেকে। 

এই অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিলেন এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞ্যান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×