ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিগগিরই চালু হবে ভারতের ভ্রমণ ভিসা: দোরাইস্বামী

শিগগিরই চালু হবে ভারতের ভ্রমণ ভিসা: দোরাইস্বামী

বিক্রম দোরাইস্বামী- ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৭:৩০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ০৮:০৯

ভারতে ভ্রমণ ভিসা শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণেই ভ্রমণ ভিসা স্বাভাবিকভাবে চালু করতে সময় লাগছে। তবে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে খুব শিগগিরিই ভ্রমণ ভিসা চালু করা হবে।

তিনি আরও বলেন, কভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। ভারতের কাছে প্রতিবেশী হিসেবে বাংলাদেশই সবচেয়ে আগে এবং প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। ভারত শুধু একা করোনাভাইরাস প্রতিরোধ করতে চায় না, প্রতিবেশী দেশগুলোকেও যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দিতে চায়। ভারত সব সময়ই প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এগিয়ে যায়, এটাই ভারতের নীতি।

কভিড-১৯ মহামারির কারণে এ বছর সীমিত পরিসরে ঢাকায় ভারতীয় হাইকমিশন চ্যান্সেরিতে ভারতের প্রজাতন্ত্র দিবেসের আনুষ্ঠানিকতা হয়। দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকায় প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পরে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের ভাষণ পাঠ করে শোনানো হয়।

আরও পড়ুন

×