ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশে ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৮:১৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ০৮:২১

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার মধ্যরাতে তৃতীয় পর্যায়ের এ সতর্কবার্তা হালনাগাদ করে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটেও তা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশ সরকার 'স্টে অ্যাট হোম' নির্দেশনা প্রত্যাহার করেছে। সীমিত পরিসরে হলেও পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমও চালু হয়েছে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ এর বাইরে আর কোনো হুমকি নেই। তবে অপরাধ, সন্ত্রাস ও অপহরণের কারণে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়। বিশেষ জনবহুল এলাকায় পকেটমারের মতো ছোটখাটো অপরাধের বিষয়ে ভ্রমণকারীদের সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সতর্কবার্তায়।

আরও পড়ুন

×