হত্যা চেষ্টা মামলা: ইরফান সেলিমের জামিন নিয়ে রুল হাইকোর্টের

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০৮:০৬
হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে দুদকসহ সংশ্লিষ্টদের হাইকোর্ট এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে গত বছরের ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার একটি মামলা করেন। ওই মামলায় জামিন চেয়ে বুধবার হাইকোর্টে আবেদন করেন ইরফান সেলিম।
গত বছরের ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীরা নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করলে তিনি মামলা করেন। পরের দিন ইরফানের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ পিস্তল, মদ, ইয়াবা, এয়ারগান, ওয়াকিটকি, হাতকড়া পাওয়ার কথা জানায় র্যাব।
মদ্যপান ও ওয়াকিটকি ব্যবহার করায় ইরফানকে দেড় বছর কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, ইয়াবা, মাদক, ওয়াকিটকি রাখা ও মারধরসহ পাঁচটি মামলা হয়। যার মধ্যে চার মামলায় জামিন পেয়েছেন ইরফান। এ মামলায় জামিন পেলে তার মুক্তি পেতে বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।
- বিষয় :
- হাইকোর্ট
- ইরফান সেলিম