কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ শিক্ষার্থী

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১ | ০১:১১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ | ০২:০২
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ হাজার ৩৮৬ জন মেয়ে এবং ৩ হাজার ৯৭৮ জন ছেলে।
২০১৯ সালের পরীক্ষায় এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৩৭৫ জন।
শনিবার ফলাফল ঘোষণার পর সকাল ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এসব শিক্ষার্থীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে।
এবার কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার ৩৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শতভাগ পাস করেছে। ২০১৯ সালে এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিলো ৭৭ দশমিক ৭৪। এর আগে ২০১৮ সালে শতকরা পাসের হার ছিল ৭৭ দশমিক ৩৩ শতাশ।
তিনি আরও জানান, এবার কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৪৩৫ জন। এর মধ্যে মেয়ে ৫৮ হাজার ১৭ জন এবং ছেলে ৪৪ হাজার ৪১৭ জন।