কুষ্টিয়ার সেই এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৩২ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:২৫
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে বরিশালে বদলি করা হয়েছে। এ ছাড়া রংপুর সিআইডির পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে বদলি করা হয়েছে খাগড়াছড়িতে। এই দুই কর্মকর্তাসহ মোট ১২ জন পুলিশ সুপারকে সোমবার রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনায় আসেন এসপি তানভীর। তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা। ওই ঘটনায় হাইকার্ট আরাফাতকে তলব করে।
এ ছাড়া রংপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস গত ২৩ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করে আলোচনার জন্ম দেন। ওই সংবাদ সম্মেলনে তিনি একজন নারী চিকিৎসকের এক নাপিতকে বিয়ে করা নিয়ে মন্তব্য করেন।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. হামিদুল আলমকে হাইওয়ে পুলিশে, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে ঢাকার সিআইডিতে, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে ঢাকার সিআইডিতে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার, গাজীপুর মহানগরীর পুলিশ সুপার কে এম আরিফুল হককে বাগেরহাটে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলায়, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী ও রংপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ি এপিবিএনের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।