ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পাপুলের এমপি পদের বৈধতার রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি

পাপুলের এমপি পদের বৈধতার রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:০৩

মানব পাচার মামলায় কুয়েতে দণ্ডিত কাজী শহীদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন হাইকোর্ট। 

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ সোমবার এ দিন ধার্য করেন।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ আওসাফুর রহমান। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় পাপুলের সংসদ সদস্যপদের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন গত সংসদ নির্বাচনে পাপুলের আসনের (লক্ষ্মীপুর-২) স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া।

অর্থ পাচার ও মানব পাচারে জড়িত থাকার দায়ে গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের আদালত। কারাদণ্ডের পাশাপাশি পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা) জরিমানা করা হয়। তিনি বর্তমানে সেখানে কারান্তরীণ রয়েছেন।



আরও পড়ুন

×