ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুজিববর্ষে ঢাকা আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মুজিববর্ষে ঢাকা আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মঙ্গলবার ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৩৬

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

মঙ্গলবার ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবনে এ দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ, অভিবাসন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন এবং দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে সমাঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধান এবং জলবায়ুসংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে মালদ্বীপের সমর্থন অব্যাহত থাকবে বলেও বৈঠকে জানানো হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো একটি জয়েন্ট কমিশন গঠন, মানবসম্পদ বিষয়ে ও ফরেন সার্ভিস প্রশিক্ষণের জন্য চুক্তি।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে।

আরও পড়ুন

×