ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আনসারুল্লাহর ২ সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহর ২ সদস্য গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৬

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন, হিজবুল্লাহ মিয়া ওরফে রাসেল আহমেদ ও নুরুল আলম।

গত মঙ্গলবার নরসিংদীর রায়পুরা ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ধর্মীয় সংগঠনের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের টাগের্ট করে হত্যার পরিকল্পনা নিয়েছিল বলে জানিয়েছে এটিইউ।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রায়পুরা থেকে হিজবুল্লাহ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মদনপুরে অভিযান চালিয়ে নুরুল আলমকে পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, দুটি মেমোরি কার্ড, চারটি সিমকার্ড ও সাতটি উগ্রবাদী বই জব্দ করা হয়।

আরও পড়ুন

×