পাপুলের স্ত্রী-কন্যার জামিন জালিয়াতি তদন্তের নির্দেশ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৩৬
কুয়েতে সাজাপ্রাপ্ত কারাবন্দি এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও কন্যার জামিন আবেদনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার 'নথি জালিয়াতির' ঘটনায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেন। আগামী দুই মাসের মধ্যে এ তদন্ত শেষ করতে হবে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম পরে সাংবাদিকদের বলেন, আগাম জামিন আবেদনে নথি জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুই মাসের মধ্যে শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, তার মেয়ে ওয়াফা ইসলাম ও তদবিরকারক হাফেজ আহমেদসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।
দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী, কন্যা ও শ্যালিকার বিরুদ্ধে গত বছরের ১১ নভেম্বর মামলা করে দুদক। এ মামলায় ২৬ নভেম্বর তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন। ওই আবেদনের সঙ্গে তাদের বিরুদ্ধে অর্থপাচার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আরেফিন আহসান স্বাক্ষরিত একটি নথিও দাখিল করা হয়। এতে বলা হয়, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের একটি শাখায় হিসাবে অর্থ পাচার সংঘটিত হতে পারে মর্মে প্রতীয়মান হয়নি।
নিম্ন আদালতে জামিন : দুদকের করা মামলায় শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ বৃহস্পতিবার এই আদেশ দেন। গত ২৭ ডিসেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের ধার্য তারিখ পর্যন্ত জামিনের আদেশ দেন। জামিনের মেয়াদ শেষ হলে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে তারা ফের জামিনের আবেদন করেন। বৃহস্পতিবার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।