ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার রন হক সিকদার

বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার রন হক সিকদার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১ | ০০:৫৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৩০

বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার।

শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক্সিম ব্যাংকের একটি মামলায় রন হক সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন তিনি।

গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গত বছরের ১৯ মে রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

এরপর ২৫ মে সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাদের দুই ভাইয়ের ব্যাংক যাওয়ার তথ্য জানা যায়।




আরও পড়ুন

×