করোনা নিয়ন্ত্রণে অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

ছবি: সংগৃহীত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২২
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, কভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য একটি অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নেও সন্তোষ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেছেন গেব্রেয়াসুস। তিনি জানিয়েছেন, কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে তার সংস্থা।
জেনেভায় বাংলাদেশ দূতাবাস থেকে বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। সাক্ষাতে রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান কভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময়ে বাংলাদেশকে দৃঢ় সমর্থন ও সহযোগিতার জন্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।